
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। আগামী ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
এদিকে, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও দূর হয়েছে অনিশ্চয়তা। সময়মতোই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘পাকিস্তান সিরিজ হচ্ছে। আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। ক্রিকেটাররা এখন সংযুক্ত আরব আমিরাতে, সেখানকার দুই ম্যাচের সিরিজ শেষে পাকিস্তানে যাবে।’
তবে সফর নিয়ে ক্রিকেটারদের মতামত জানতেও আগ্রহী বিসিবি। ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলেই ক্রিকেটারদের মতামত জানতে চাইব। কারণ, এমন পরিস্থিতির পর কেউ ভ্রমণে অনীহা দেখাতে পারে। আমরা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও পাঠাতে পারি না।’
এর আগেও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরের আগে বিসিবি একটি নিরাপত্তা দল পাঠিয়েছিল। তবে এবার সে রকম কিছু করা হচ্ছে না বলে জানান তিনি। বলেন, ‘এবার পরিস্থিতি ভিন্ন। দুই দেশই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন সব দলকে ভিভিআইপি বা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দেয়—বাংলাদেশ দলও সেই প্রোটোকলই পাবে। আগের সফরের মতোই নিরাপত্তা নিশ্চিত করা হবে।’