বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঘরমুখো যাত্রীর সুবিধার্থে দ্বিতীয় দিনের (১ জুন) টিকিট বিক্রি আজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩,৩১৫টি। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি ২১ মে শুরু হয়েছে; ২ জুনের জন্য বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের জন্য ২৪ মে; ৪ জুনের জন্য ২৫ মে; ৫ জুনের জন্য ২৬ মে এবং ৬ জুনের জন্য ২৭ মে।
এ সময়ে কেনা টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না এবং প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন।



