
জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্য: আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে এক অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে, তবে এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান মানবিক করিডরসহ স্পর্শকাতর সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে আসা উচিত।” তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তারা এবং জাতিসংঘ মিশনে নিয়োজিত সেনা অফিসাররাও উপস্থিত ছিলেন। প্রথম পর্বে সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং পরবর্তীতে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি সবাইকে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।