সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করতে যাচ্ছে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরসহ সাতজন সচিবকে নিয়ে ১৩ সদস্যের এই কমিটি গঠিত হবে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিবের সঙ্গে আন্দোলনরত কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, ভূমি সচিবের সঙ্গে আলোচনায় বসেছেন কর্মচারী নেতারা। বৈঠকটি নেতৃত্ব দেবেন বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির এবং কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
পারিষদের সভাপতি মো. বাদিউল কবির সাংবাদিকদের জানান, কর্মচারীদের দাবিগুলোর ভিত্তিতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে এবং ভূমি সচিবের সঙ্গে বৈঠক শেষে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।



