বিজ্ঞান ও প্রযুক্তি

যে কারণে বিভিন্ন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

মোহনা অনলাইন

হোয়াটসঅ্যাপ, বিশ্বব্যাপী জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে। তবে, নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে, পুরোনো অপারেটিং সিস্টেম চালানো ডিভাইসে অ্যাপটি বন্ধ করতে বাধ্য হচ্ছে। সাধারণত, পুরোনো ফোনগুলো আপডেট না থাকার কারণে হ্যাকারদের টার্গেটে পরিণত হয়, ফলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা হ্রাস পায়।

যদি আপনার ডিভাইস এই তালিকায় থাকে, তবে কী করবেন:

আইওএস আপডেট করুন: যদি আপনার আইফোন ৬এস, ৬এস প্লাস, অথবা প্রথম প্রজন্মের এসই হয়, তাহলে সেটিংসে গিয়ে জেনারেল > সফটওয়্যার আপডেট থেকে আইওএস ১৫.৮.৪ আপডেট করুন। এতে যে ডিভাইস হোয়াটসঅ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

অ্যান্ড্রয়েড আপগ্রেড করুন: হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অ্যান্ড্রয়েড ৫.১ বা তার পরবর্তী ভার্সন চালিত স্মার্টফোন কিনুন বা আপডেট করুন।

চ্যাটের ব্যাকআপ নিন: অ্যাক্সেস হারানোর আগে ডেটা হারানোর হাত থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ নিন। আইফোনে আইক্লাউড এবং অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ ব্যবহার করে চ্যাট সুরক্ষিত করতে হবে। সেটিংস > চ্যাট > চ্যাট ব্যাকআপে গিয়ে এটি সম্পন্ন করতে পারেন।

এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি হোয়াটসঅ্যাপের সুবিধা নিতে পারবেন এবং নিরাপত্তা বজায় রাখতে পারবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button