ভিজ্যুয়াল কনটেন্ট পোস্ট করার প্রক্রিয়াকে আরও সহজ করতে ফেসবুকে এখন থেকে সব ধরনের ভিডিওই ‘রিলস’ হিসেবে গণ্য করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মেটা জানায়, ফেসবুক রিলসে আর সময় বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা থাকছে না। স্বল্পদৈর্ঘ্য, দীর্ঘ ভিডিও কিংবা লাইভ—যেকোনো ভিডিও কনটেন্টই এখন রিলসের আওতায় পড়বে।
তবে নতুন এই পরিবর্তনের পর শুধু নতুন করে আপলোড করা ভিডিওগুলোই রিলস হিসেবে গণ্য হবে। পূর্বে আপলোড করা ভিডিওগুলো আগের মতোই থাকবে। এ ছাড়া, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবটির নাম বদলে ‘রিলস’ রাখা হবে।
এই হালনাগাদের অংশ হিসেবে ব্যবহারকারীদের ভিডিওর অডিয়েন্স সেটিং যাচাই করতে বলা হবে। প্রয়োজনে আগের সেটিং বদলে নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি, আরও বেশি সৃজনশীল টুলসও যুক্ত করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের প্রোফাইল ও পেজগুলোতে আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে এই পরিবর্তন চালু হবে।



