টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবুদিয়া গ্রামে এক আনারস বাগানে হামলা চালিয়ে প্রায় ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বাগানের মালিক ময়েজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম এ ঘটনায় গত বুধবার (১৮ জুন) মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দুইজনের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগীর ছেলে আলামিন জানান, “বুধবার সকালে গিয়ে দেখি পুরো বাগানের আনারস কেটে ফেলা হয়েছে। প্রায় ৪ থেকে ৫ হাজার আনারস ছিল, এতে ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তার দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বড় বোনের স্বামী জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন আলামিন।
অভিযুক্ত জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
স্থানীয়রা জানান, ময়েজ উদ্দিন একজন দরিদ্র কৃষক। আনারস চাষ করেই সংসার চালান তিনি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।



