সংবাদ সারাদেশ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদ, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম।

শনিবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে রেইনী রুফ রেস্টুরেন্টে  এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ন সম্পাদক সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন। কোষাধ্যক্ষ পদে দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক পদে এনটিভির বিশেষ প্রতিনিধি মো. তামজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মাইনুল আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ দিদারুল আলম, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানী, ঢাকা মেইলের আমিনুল ইসলাম মল্লিক ও দেশ টিভির সৈয়দা সাবরিনা মজুমদার।

এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আজকের বার্ষিক সাধারণ সভায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button