Top Newsজাতীয়

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

মোহনা অনলাইন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে গত রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করে ডিবি।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ওই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের পরও নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ও বিরোধীদল জাতীয় পার্টিকে আসন ছাড়ে। নির্বাচনে মূলত আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে দলীয় বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা হয়। বিতর্কিত এ নির্বাচনকে কেউ কেউ অভিহিত করেন ‘আমি আর ডামি’ নির্বাচন হিসেবে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনে আরও চারজন কমিশনার ছিলেন—অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, অবসরপ্রাপ্ত সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button