ভালো রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজার্ভ বৃদ্ধির কারণ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ ও বিশ্বব্যাংকের বাজেট সাপোর্ট এসেছে। রপ্তানি আয়ও মোটামুটি ভালো হচ্ছে। সবচেয়ে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা—তাঁরা নিয়মিত ও আস্থার সঙ্গে রেমিট্যান্স পাঠাচ্ছেন।”
প্রবাসীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, “আমি মক্কা-মদিনায় গিয়ে সাধারণ প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, ‘স্যার, এখন টাকা পাঠালে কোথায় যায় সেটা জানি। আত্মবিশ্বাস নিয়েই পাঠাই।’ এই আস্থা ধরে রাখতে হবে। আশা করি, ভবিষ্যৎ সরকারও এ ধারাবাহিকতা বজায় রাখবে।”
আইএমএফ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময়সূচি ঘোষণায় আন্তর্জাতিক সংস্থাগুলো—বিশেষ করে আইএমএফ—সন্তুষ্ট হয়েছে। তারা জানতে চাচ্ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা তাদের নিশ্চিত করেছি। এরপর বিশ্বব্যাংক, এডিবি, এএফডি ও এআইআইবির মতো সংস্থাগুলো বাজেট সহায়তা অনুমোদন করেছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি আইএমএফ ১.৩ বিলিয়ন ডলার দিয়েছে। তারা বলেছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গভর্নেন্সে উন্নয়ন হয়েছে। সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে তারা সন্তুষ্ট। এখন কোনো সংস্থার সহায়তা পেন্ডিং নেই।”
তবে বিদেশি বিনিয়োগের গতি কিছুটা মন্থর উল্লেখ করে উপদেষ্টা বলেন, “বাজেট সহায়তা ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভ বেড়েছে। আশা করছি, সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।”



