Top Newsজাতীয়

ইতিহাস সবাইকেই তার প্রাপ্য বুঝিয়ে দেয়

মোহনা অনলাইন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে চলমান আন্দোলন এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, “অকারণে আমার ছবিতে জুতা মারা হয়েছে—কেউ কি তার জন্য দুঃখ প্রকাশ করেছে? গুজবের ভিত্তিতে আমার বাবাকে ‘চালচোর’ বলে স্লোগান দেওয়া হয়েছে—এ নিয়ে কেউ কি অনুতপ্ত? নগর ভবন বন্ধ করে এক কোটিরও বেশি নগরবাসীকে দুর্ভোগে ফেলার দায় কি কেউ স্বীকার করেছে? সংঘর্ষ ও আহত কর্মীদের নিয়ে কারও কোনো অনুশোচনা আছে কি?”

সজীব দাবি করেন, “আমি বলেছিলাম, এই আন্দোলন কিছু নেতা-নেত্রীদের প্ররোচনায় হয়েছে—সেজন্য আজ আমাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। অথচ আমি সত্যই বলেছি। তিনি নিজেও জানেন, তাঁকে একটি কৌশলী ‘ট্র্যাপে’ ফেলে দরকষাকষির জন্য ব্যবহার করা হয়েছে, যা তিনি আমার পরিচিত একাধিকজনের কাছেও স্বীকার করেছেন।”

তিনি আরও লেখেন, “গত দেড় মাসে আমি কখনও শালীনতার সীমা লঙ্ঘন করিনি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, কাউকে ছোট করিনি। রাজনীতি, রাজপথ কিংবা আমার পরিবার—কেউই আমাকে এসব শিক্ষা দেয়নি। আমি চুপ থেকেছি, সহ্য করেছি, কিন্তু যেন কেউ না ভাবে এই অন্যায়গুলো জবাবহীন থেকে যাবে। ইতিহাস সবার প্রাপ্য বুঝিয়ে দেয়।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button