চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা নেওয়া হচ্ছে পুনঃবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবার সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ৩ ফুট দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্রের সামনে ভিড় এড়াতে এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। বাড়ানো হয়েছে প্রশ্নফাঁস প্রতিরোধে নজরদারি।
এবার ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৯১ হাজার ২৪১ জন এবং বরিশাল বোর্ডে সর্বনিম্ন ৬১ হাজার ২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ১০ আগস্ট।



