রথযাত্রা ও আশুরা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখে একযোগে কাজ করে ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।”
বুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তাজিয়া ও শোক মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত প্রতিনিধিরা।
তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “মিছিলে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক রাখতে হবে। আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সবসময় দায়িত্ব পালন করবে।”
অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, আগামী ৫ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “তাজিয়া মিছিলের শুরু থেকেই ভিডিও ক্যামেরা রাখতে হবে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তা শনাক্ত করা যায়।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, মো. মাসুদ করিম, ডিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।



