Top Newsজাতীয়

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১০

ইকবাল হোসাইন, পাবনা

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন৷

শুক্রবার (০৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রামএলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম ঠিকানা পাওয়া গেছে, তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববনগ্রাম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় অন্তত ১০জন। এ ঘটনায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button