Top Newsজাতীয়

বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ, আমিরাতে অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা

খন থেকে অবিশ্বাস্য কম খরচে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা।

এতদিন আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগ করতে হতো। তবে এখন এই দুটি দেশের নাগরিকদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যা মূলত মনোনয়ন-ভিত্তিক। ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বড় অংকে বিনিয়োগের প্রয়োজন হবে না বাংলাদেশি ও ভারতীয়দের।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগে আমিরাতের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা সম্পত্তি কেনায় কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি) বিনিয়োগ করতে হতো। তবে নতুন ‘মনোনয়ন-ভিত্তিক’ ভিসা নীতিতে বাংলাদেশি ও ভারতীয়রা ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকার বেশি) ফি দিয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড (অতীত ইতিহাস) যাচাই করা হবে। যাচাইয়ের মধ্যে থাকবে— অর্থপাচার, অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড, ও আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম।

গোল্ডেন ভিসার বড় সুবিধা হলো, এটি সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে সম্পূর্ণ আলাদা। সম্পত্তি-ভিত্তিক ভিসার ক্ষেত্রে সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে ভিসা বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে।

এই ভিসার জন্য মনোনীতরা পরিবারকে আমিরাতে নিয়ে আসতে পারবেন এবং তারা গৃহকর্মী ও গাড়িচালকও রাখতে পারবেন। এ তারা আমিরাতে যেকোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫ হাজার ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button