Top Newsজাতীয়

শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ, ভোট গণনা শুরু

মোহনা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কিছুক্ষণ পর শুরু হবে ভোট গণনা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে।

আমার বার্তার প্রতিবেদক বাগদাদ জানিয়েছেন, বিকেল ৪টার পরই বেশিরভাগ কেন্দ্রের গেট বন্ধ করা হয়। তবে গেটের সামনে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

ভোট চলাকালে কিছু কেন্দ্রে আগে থেকে ক্রসচিহ্ন দেওয়া ব্যালট নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলও অনিয়মের অভিযোগ করেছে।

এদিকে ভোটের শেষ সময়ে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত ১০টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাম ছাত্র সংগঠনের জোট ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ একাধিক প্যানেল।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button