আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লুকোনু

মোহনা অনলাইন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্টিয়ান লুকোনুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। আস্থাভোটে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর পরাজয়ে সরকার পতনের মাত্র ২৪ ঘণ্টা পরই নিয়োগ পেলেন সেবাস্টিয়ান।

৩৯ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান প্রেসিডেন্ট ম্যাখোঁর দীর্ঘদিনের সহযোগী। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় তিনি ম্যাখোঁর পাশে ছিলেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে তিনি মূলত ম্যাখোঁর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখবেন—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় বাজেট পাসের লক্ষ্য নিয়ে সেবাস্টিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করে ব্যাপক বিরোধিতার মুখে পড়েন ফ্রাঁসোয়া বায়রু। অচলাবস্থা নিরসনে তিনি আকস্মিকভাবে আস্থাভোট ডাকেন। কিন্তু পার্লামেন্টে ৩৬৪-১৯৪ ভোটে হেরে তার সরকার পতন ঘটে। ব্যয় সংকোচন ও ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনায় সমর্থন আদায়ে বায়রু ব্যর্থ হন, কারণ বিরোধীরা আগেই জানিয়েছিল তারা তাকে সমর্থন করবে না।

তার পরাজয়ের ফলে দুই বছরেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট ম্যাখোঁকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হলো। এখন নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে বাজেট পাস নিশ্চিত করা। অর্থাৎ সেবাস্টিয়ান লুকোনুকেও বায়রুর মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button