Top Newsজাতীয়

বিশ্ব ডিম দিবস আজ

মোহনা অনলাইন

সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব ডিম দিবস’। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় ডিম দিবস।

বিশ্বব্যাপী উন্নতমানের ও সহজলভ্য প্রাণিজ আমিষ হিসেবে ডিমের গুণাগুণ এবং এর খাদ্য ও পুষ্টিমূল্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম বিশ্ব ডিম দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের ৪০টির বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে।
ডিমকে ঘিরে স্বাস্থ্যবান, মেধাবী ও পুষ্টিকর জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (IEC)। ১৯৬৪ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে ৮০টি দেশের সদস্য নিয়ে কাজ করছে। ডিম উৎপাদন, বিপণন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে এই সংস্থাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশে এই দিবস পালনের সূচনা হয় ২০১৩ সালের ১১ অক্টোবর, যখন বাংলাদেশ অ্যানিমেল অ্যাগ্রিকালচার সোসাইটি (BAAS) আন্তর্জাতিক ডিম কমিশনের (IEC) প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়। সেই বছর থেকেই বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ডিম দিবস উদ্‌যাপনে সক্রিয় অংশ নিচ্ছে। এ বছরও প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (BPICC), বিএএএস এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, একটি ডিমে রয়েছে প্রায় ৬ গ্রাম প্রোটিন, যা দেহের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ডিমে রয়েছে ভিটামিন এ, ডি, ই, বি১২, ফলিক অ্যাসিড, আয়রন, সেলেনিয়াম ও লিউটিন-জিয়েক্সানথিন নামক চোখের জন্য উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে, নারীদের পুষ্টি চাহিদা পূরণে এবং প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধে ডিম একটি কার্যকর খাবার।
১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকেই এই ডিম দিবস পালন করা হচ্ছে। এই দিবসকে ঘিরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button