Top Newsজাতীয়

অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

মোহনা অনলাইন

বন্দরের নগরী চট্টগ্রামে প্রকাশ্যে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার ওয়্যারলেস বার্তায় পুলিশের সব ইউনিটকে অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তায় সিএমপির সব ইউনিটকে এই নির্দেশ দেন কমিশনার। সাম্প্রতিক সময় চট্টগ্রামে ধারাবাহিকভাবে গুলি করে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খন্দকারপাড়ায় গত ৫ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় আহত হন এরশাদ উল্লাহ নিজেও। পুলিশের ভাষ্য, পাহাড়ি এলাকা থেকে অস্ত্রধারীরা নেমে এসে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং অধিকাংশ ঘটনার মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি।

গোয়েন্দা নজরদারি ও আগাম প্রতিরোধে সীমাবদ্ধতা থাকায় নতুন করে কঠোর নির্দেশনা জারি করেন সিএমপি কমিশনার। বেতার বার্তায় তিনি বলেন, “শটগান হবে না, চায়না রাইফেলও বাদ—এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে। দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর তো এসএমজি ইউজ করব না। সন্ত্রাসী, অস্ত্রধারী যারা, তাদের জন্য এই নির্দেশনা।”

তিনি আরও বলেন, “আমার এলাকায় ঢুকে প্রকাশ্য দিবালোকে খুন করে যাবে—এ রকম সাহস আর যেন কেউ না পায়।”

কমিশনার হাসিব আজিজ জানান, পুলিশ সদস্যদের দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কেও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে সব দায় আমি নেব।”

এছাড়া টহল টিমগুলোকে এসএমজির পাশাপাশি সিসা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করারও নির্দেশ দেন সিএমপি কমিশনার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button