সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে প্রেস সচবি শফিকুল আলম শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়া ভারতের সাংবাদিকদের পশ্চিমাদের ‘পদলেহনকারী’ বলে বর্ণনা করেছেন। শফিকুল আলমের এমন মন্তব্যের ‘নিন্দা’ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের জাতীয় প্রেস ক্লাব।
মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে ভারতের প্রেস ক্লাব বলছে, ‘এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষত যখন শফিকুল আলম নিজেই একজন সাবেক সাংবাদিক।’
বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের-যারা একটি প্রকৃত সংবাদ প্রতিবেদন অনুসরণ করছিলেন, তাদের ‘চাটুকার’ সাংবাদিক বলে অভিহিত করা দায়িত্বশীল অবস্থানে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়।
ভারতের প্রেস ক্লাব এই মন্তব্যের নিন্দা জানিয়ে শফিকুল আলমকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।



