জয়পুরহাটের কালাইয়ে মসজিদের তরুন ইমামকে কুপিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর ত্রি-মোহনী এলাকার অদূরে বামনগ্রাম মাঠে মোহসীন আলী নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে আজ বুধবার সকালে বামন গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমাম মোহসীন আলী একই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীদের উদ্ধৃতি দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসাবে আরবী পড়াতেন।

এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। আজ বুধবার সকালে কৃষকরা ওই মাঠে কৃষি কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ওসি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে গত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button