আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যাবে না-হাছান মাহমুদ।
মাসুদ সুমন
আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর হামলা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। জনগণ প্রতিরোধ গড়ে তুললে দলটির নেতাকর্মীরা পালাবার পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না।
সচিবালয়ে বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মল্লযুদ্ধ চায় ন উল্লেখ করে তিনি বলেন, রাজপথের দল আওয়ামী লীগ মাঠে নামলে তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে শহীদ ময়েজউদ্দিনের ৩৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন করে যাদের থেকে গণতন্ত্র উদ্ধার করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও জানান আমু।
অনুষ্ঠানে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।