আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নিত্য পণ্যের দাম কিছুটা কমে আসতে পারে : বাণিজ্যমন্ত্রী
শফিউল করিম শফিক, রংপুর প্রতিনিধি
রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় ৮টি পণ্য আমদানীর ক্ষেত্রে এলসি মার্জিন নূন্যতম করা হয়েছে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বাজারের ভারসাম্য ঠিক রাখতে আমদানীর ক্ষেত্রে ডলারের দাম ১০৭ থেকে ১০৮ টাকা ও রপ্তানীর ক্ষেত্রে ১০১ টাকা নির্ধারণের কথা জানান তিনি।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়ায় আমদানী মূল্য বেশি হলেও বাজার ভারসাম্যের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশে মুদ্রাস্ফিতি কম রয়েছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নিত্য পণ্যের দাম কিছুটা কমে আসতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী।