সেপ্টেম্বরে উদ্বোধন হবে আখাউড়া-আগরতলা রেলপথ: রেলমন্ত্রী
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়া প্রতিনিধি
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রধানমন্ত্রী আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের উদ্বোধন করবেন।’
বুধবার (১৭ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খারকুট এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডুয়েলগেজ রেলপথ না থাকায় এখনই আগরতলা থেকে কলকাতায় সরাসরি ট্রেন চলাচল করবে না। তবে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মিত হলে সরাসরি আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব হবে।’
এই রেলপথটি চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে জানান রেলমন্ত্রী।
এদিকে, পূর্বাঞ্চল রেলওয়ের যাত্রীর চাপ কমাতে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরও কমপক্ষে চারটি ট্রেন দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন– আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।