রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতার সম্পর্ক গভীর হচ্ছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। রাশিয়াকে ইরান শত শত ড্রোন পাঠিয়েছে এবং সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে ওয়াশিংটন দাবি করেছে, রাশিয়ায় ইরানের এই ড্রোন উৎপাদনে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের মূখপাত্র জন কিরবি এই তথ্য জানায়। সূত্র:রয়টার্স
তিনি আরো জানান, রাশিয়া কিয়েভে আক্রমন আরো জোরদার করতে ইরানের তৈরি আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি) ব্যবহার করছে। এছাড়া রাশিয়া-ইরান তাদের সামরিক অংশীদারিত্ব আরো গভীর করছে বলে আমাদের কাছে তথ্য আছে।
কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে রাশিয়া ইরানের কাছ থেকে একটি ড্রোন তৈরির কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে যা আগামী বছরের শুরুতে পুরোপুরি চালু হতে পারে। রাশিয়ার আলাবুগা অর্থনৈতিক অঞ্চলে এই ড্রোন উৎপাদন কারখানার স্যাটেলাইট চিত্র আমাদের কাছে রয়েছে।
রাশিয়া ইরানের সামরিক অংশীদারিত্ব নিয়ে চিন্তিত বলে জানান হোয়াইট হাউস ।