সাভারে কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের মারধরে নিহত হয়েছে এক এনজিও কর্মী। বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার বিকেলে ব্র্যাক এনজিও সাভারের রাজফুলবাড়িয়া শাখার ফিল্ড অফিসার রেজাউল করিম পানপাড়ার ভাওয়ালীয়াপাড়া এলাকার স্থানীয় একটি ডাইং কারখানার শ্রমিক শাহীন আলীর কাছে কিস্তির টাকা তুলতে যান। এসময় কথা কাটা কাটির জের ধরে ওই গ্রাহক ব্র্যাক এনজিওর ফিল্ড অফিসার রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা পয়সা লুটে নিয়ে লাশ ঘরের সামনে রাখেন। পরে রাতে বাড়ির অন্য ভাড়াটিয়ারা পোশাক কারখানা ছুটির পরে বাড়িতে এসে তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ হত্যাকারী শাহীন আলীকে গ্রেপ্তার করেছে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।