মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দানে তুরষ্কের বাধার সম্মুখিন হলেও পরে যোগ দেয়ার সুযোগ পায় দেশটি। ফিনল্যান্ডের সাথে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল সুইডেনও। কিন্তু তুরস্কের আপত্তি রয়েছে সুইডেনের বিষয়ে।
সম্প্রতি তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, তার বক্তব্য সুইডেন এবং ন্যাটোর প্রতিনিধিদের কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আপাতত সুইডেনের পক্ষে ভোট দিচ্ছে না তুরস্ক। কিছু দিনের মধ্যেই লিথুয়ানিয়ায় অ্যালায়েন্স লিডার বৈঠক আছে। সেখানে সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক, স্পষ্ট করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তুরষ্কের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। অন্য সব রাষ্ট্র সমর্থন করলেও কার্যত সুইডেনের পক্ষে ভোট দেয়নি তুরষ্ক।
সূত্র: রয়টার্স, এএফপি