স্কুলের পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্য সকালে বাড়ি থেকে বের হন প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া আক্তার। মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অটোরিকশা তাঁর উপরে উঠে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় মাহিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত শিশু ছাত্রী মাহিয়া আক্তার (৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন এর প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো। শিশু শিক্ষার্থীর বাবা শ্রীপুর উপজেলার জনৈক পানু মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
নিহতের বড়ভাই হৃদয় মিয়া বলেন, সকাল আটটার একটু আগে মাহিয়া পরিক্ষা দেয়ার জন্য বাসা থেকে বের হয়। একটু সামনে গিয়ে মাওনা অবদার মোড়ে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা মাহিয়ার উপরে উঠে যায়। এরপর গুরুতর আহত মাহিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশা আটক করা গেলেও চালক সুকৌশলে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আর চারজন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী বেশি আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় বলতে পারবো না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত ব্যাটারী চালিত অটোরিকশা আটক করে পুলিশে দিয়েছে। নিহত শিশুর পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।