সংবাদ সারাদেশ

চলন্ত বাসে বিদেশী মদ বহনকালে হাইওয়ে পুলিশের হাতে ধরা! 

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দুই ব্যক্তিকে মদসহ আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার (১৭জুন) সকালের দিকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ধর্মপুর গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে রাকিব হাসান (২৫) ও একই গ্রামের হিরন মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৬)। তাদের দেহ তল্লাশি করে চার বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মত জব্দ করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন মাওনা হাইওয়ে থানার এসআই প্রদীপ চক্রবর্তী।

হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিএম পরিবহনের একটি বাসে মদ পরিবহন করা হচ্ছে বলে তারা গোপন সংবাদ পেয়েছিলেন। এরপর ওই বাসটির গতিরোধ করে সেখানে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ওই দুজনের কাছ থেকে চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, ওই দুই যাত্রী বিক্রির উদ্দেশ্যে বাসে মদ পরিবহন করছিল। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, মামলা রুজুর পর শনিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button