সংবাদ সারাদেশ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ

মোহাম্মদ সুজন, মুন্সিগঞ্জ প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন এক চালক। এরপর থেকেই নিখোঁজ তিনি। তবে নিখোঁজ ওই চালকের পরিচয় এখনও জানা যায়নি। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ।

রোববার (১৮ জুন) দিবাগত রাত ২টার শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে সেতুতে উঠে মাদারীপুরের শিবচর অংশের ২১নং পিলারের কাছ থেকে নদীতে ঝাঁপ দেন ওই চালক।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুব হোসেন জানান, রাত ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে উল্টোপথে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে এক চালক সেতুর উপর উঠে যান। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১নং পিলারের কাছে এসে অটোরিকশা রেখে চালক নদীতে ঝাঁপ দেন। আজ মঙ্গলবার (২০জুন) পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অটোরিকশাটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার রাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষীরা অটোরিকশাটি থানায় নিয়ে আসে। তারা অটোচালকের ঝাঁপ দেয়াড় তথ্য আমাদের জানান। ঘটনাস্থল শিবচর অংশে পদ্মা সেতুর দক্ষিণ থানার আওতায় পড়েছে। নিখোঁজের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button