সংবাদ সারাদেশ

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে  ফলজ বনজ ও ওষধি গাছের  চারা বিতরণ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হলো ফলজ, বনজ ও ওষধি গাছের চারা।

আজ মঙ্গলবার (২০ জুন) গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের আয়োজনে ৬ টি এরিয়ার শেরপুর,  শ্রীবরদী ও বকশিগঞ্জ সহ ৬২ টি শাখা অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫শ ৬০ টি গাছের চারা বিতরণ করা হয়।  এ কর্মসূচীর একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন ঘোষণা করেন শেরপুর গ্রামীণ ব্যাংক যোনের যোনাল ম্যানেজার  আবুল হোসেন।

তিনি শ্রীবরদীর ও পার্শ্ববর্তী বকশিগঞ্জ গ্রামীণ ব্যাংক অফিস মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন,  জলবায়ুর বিরুপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে প্রচুর পরিমানে বৃক্ষ রোপনের আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। এ লক্ষে বৃক্ষ রোপন মৌসুমে গ্রামীণ ব্যাংকের শেরপুর যোনের ৬ টি এরিয়ার ৬২ টি অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫ শ ৬০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। যাতে এক খন্ড জমিও পতিত না থাকে। এ সময় উপস্থিত সদস্যদের বেশি করে বৃক্ষ রোপনের পরামর্শ দেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের যোনাল অডিট অফিসার এমদাদুল হক, বক্সীগঞ্জ এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম ও এরিয়া ম্যানেজার সেলিম মিয়া প্রমূখ।

এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি । এতে তাদের বৃক্ষের চারা রোপনে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে ওঠবে ফলজ, বনজ ও ওষধি গাছ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button