সংবাদ সারাদেশ

প্রয়াত ইউএনও-র স্বরণে রাস্তা করে দিলেন পৌর মেয়র

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম মুশরিফের নামে কার্পেটিং সড়ক নির্মাণ করে দিলেন গাজীপুরের শ্রীপুর পৌরসভা।

বুধবার (২১ জুন) দুপুরের দিকে পৌর এলাকার লোহাগাছ গ্রামের ইউএনও-র বাড়ির পাশে ওই সড়কের উদ্বোধন করেন পৌর মেয়র আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের গাজীপুরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম,৩নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সাহিদ সরকার, প্রয়াত ইউএনও-র বড় ভাই শরীফ আহমেদ প্রমূখ।

প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম মুশরিফ শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে। সবশেষে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।পৌর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৪০ চল্লিশ লাখ টাকা ব্যয়ে শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের সংযোগ স্থান হতে পূর্ব দিকে  গিয়াস উদ্দিন মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি করা হয় । “মুশরিফ সড়ক” নামে  নির্মিত কার্পেটিং সড়কের পাশে স্ট্রীট লাইট স্থাপন করা হবে।

উল্লেখ্য, রাশেদুল ইসলাম মুশরিফ  ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাবস্থায় ২০১৬ সালের ২৯ মার্চ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। এরপর থেকেই প্রয়াত ইউএনও স্বরণে স্থাপনা নির্মাণের দাবী জানিয়ে আসছিল পৌরবাসী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button