সংবাদ সারাদেশ

শ্রীপুরে জঙ্গলের ভেতর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার!

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি  ইউনিয়নের জয়নারানপুর গ্রামের একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুলাই ) দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

তিনি মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, রোববার সকালের দিকে রাজাবাড়ি  ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের মালের টেক নামক জঙ্গলের ভেতর ওই নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশের গলায় কাটা জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,ওই নারীকে ৩/৪ দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর তার লাশ ওই এলাকায় ফেলে যায় অথবা সেখানেও হত্যা করে থাকতে পারে যার রক্ত বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। ওই নারীর পরনে হলুদ রঙের সেলোয়ার ও জামা এবং কালো রঙের বোরকা রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button