সংবাদ সারাদেশ

নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসি বলছে তেমন কিছু না !

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশ সুপার অফিসের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার প্রত্যুষে (শনিবার রাত ২টায়) নাটোর জেলা পুলিশ সুপার এবং জেলা ও দায়রা  আদালতের সামনে এ ঘটনায় ঘটে। আহত মো. রানা (২৮) শহরের দিঘাপতিয়া এলাকায় জনাব আলীর ছেলে।

ছিনতাইয়ের শিকার রায়হান রানার ছোট ভাই মোহাম্মদ জন বলেন, শনিবার রাতে দয়ারামপুর খালার বাড়ি থেকে অটোরিক্সা করে বাড়ি ফিরছিলো রানা। এসময় রাত ২টার দিকে পুলিশ সুপার অফিসের সামনে আসতেই ৪-৫ জন ছিনতাইকারী অটোরিক্সা থামিয়ে রানার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে ছিনতাইকারীদের একজন হাতে থাকা চাপাতি দিয়ে কোপ দিলে পেটের বাম পাশে গুরুতর জখম হয়ে ভুঁড়ি বের হয়ে যায়। এরপর মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। কিছু দূরেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিল, অনেক চিৎকারেও তারা এগিয়ে আসেনি।

পরে তাকে নাটোর সদর হাসপাতালে নিলে জখম গুরুতর হওয়ায় তাৎক্ষণিক সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবীর পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে। কোন কথা বলতে পারছেনা।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ঘটনা তেমন কিছুই না। কোন কিছুই নেয়নি হামলাকারীরা। বিষয়টি ছিনতাই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান  বলেন, ছিনতাইকারীদের ধরতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। শহরে ছিনতাইয়ের প্রবণতা কমিয়ে আনতে সকল ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এদিকে একই রাতে শহরের আলাইপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিক্সা চালকের কাছ থেকে ছিনতাইয়ের করার সময় উজ্জল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button