রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু!
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ (৭০) ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া বান্ডারিয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২ বছর ধরে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী আরিফ প্রধান বলেন,” ভিক্ষা করে জীবনযাপন করে রেলওয়ে স্টেশনে ২ সন্তানকে নিয়ে থাকতেন আব্দুল লতিফ। রাত দশটার দিকে রেললাইনের ওই পাড় থেকে স্টেশনের দিকে আসতেছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল লতিফ। পরে নিহতের স্বজনরা এসে লাশ নিয়ে যায়।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেন শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর সড়কের পাশে ওই বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শ্রীপুর রেলস্টেশন কর্মীরা ঘটনাস্থলে যান। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।