খেলাধুলা

শতভাগ ফিট হয়েই তামিমের ফেরা উচিত :মাশরাফি

মোহনা অনলাইন

যেহেতু পারফরমেন্স দিয়েই  নিজকে প্রমান করতে হবে তাই শতভাগ ফিট হয়েই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা উচিত বলে মনে করছেন  সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

পিঠের চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে অবস্থান করায়  ৩০ জুলাই  শুরু হতে যাওয়া এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক তামিমকে পাওয়া যাবে  কিনা নিশ্চিত নয়।
আজ রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘আমি মনে করি পুরোপুরি ফিট হয়ে  তামিমের ফেরা উচিত। সে পারফরমেন্স  করবে এমন মানসিক প্রস্তুতিও থাকা উচিত। কেননা পারফরমেন্সই তার পক্ষে কথা বলবে।’
কে পক্ষে আছে বা কে নেই এসব নিয়ে চিন্তা না করে মানসিকভাবে তামিমকে আরও শক্ত হবার পরামর্শ দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘মানসিকভাবে শক্ত হতে হবে তাকে। তামিম এখন যে বয়সে আছে তাকে অবশ্যই পারফর্ম করতে হবে। দেশের জন্য ভাল কিছু এনে দিয়েই তার বিদায় নেওয়া উচিত।’
মাশরাফি আরও বলেন, ‘কোচ, ক্রিকেট বোর্ড তার পক্ষে বা আমরাও তার পক্ষে, কিন্তু কে তার পক্ষে থাকবে আর কে বিপক্ষে থাকাবে- এমন কিছু নিয়ে সে চিন্তিত থাকবে আমরা  এটা চাই না। সে একজন পারফরমার এবং তাকে পারফর্ম করতে হবে। সে যদি পারফর্ম করে তবে সবকিছু ঠিক হয়ে যাবে।’
আফগানিস্তান সিরিজের মাঝপথে  হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর ২৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। যার পিছনে গুরুত্বপুর্ন  ভূমিকা রাখেন মাশরাফি। তামিমের দেশকে আরও কিছু দেয়ার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন ম্যাশ।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button