রাজশাহীসংবাদ সারাদেশ
২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২৫ জন
সিরাজগঞ্জ প্রতিনিধি: জুবায়েল হোসেন
সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার নয় উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৫ জন। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরবান আলী শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে বলেন, চলতি বছরে সিরাজগঞ্জে এখন পর্যন্ত ২১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরো বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য সবধরনের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুর বিষয় নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।