রাজশাহীসংবাদ সারাদেশ
জয়পুরহাটে গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ
জয়পুরহাট প্রতিনিধি: মিলন রায়হান
জয়পুরহাটে গ্রাম থেকে গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ। শুরুতে গরুর শরীরে গোটা গোটা উঠছে। এরপর পায়ের গোড়ালি ও গলা ফুলে যাচ্ছে। গলায় জমছে পানি। জ্বর ও প্রচণ্ড ব্যথায় খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে আক্রান্ত গরু। অনেক সময় গরুর মুখ দিয়ে লালা পড়ছে এবং দিন দিন দুর্বল হয়ে কোনো কোনোটি মারাও যাচ্ছে। খামারিরা বলছেন গরুপ্রতি খরচ হচ্ছে ৮ থেকে ১২ হাজার টাকা। এরপরও অনেক গরু মারা যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা ।
একটি গরু আক্রান্তের কয়েক দিনের মধ্যে অন্যগুলোতেও লাম্পি স্কিন ছড়িয়ে যাচ্ছে। তারা ভ্যাকসিন দিচ্ছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। এ রোগের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়াচ্ছে দুগ্ধ ও চামড়া শিল্পে। আক্রান্ত পশুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়। আবার গাভী আক্রান্ত হলে দুধ উৎপাদন শূন্যের কোটায় নেমে আসে। দেশের দুধ উৎপাদনকারী খামারগুলোতে এ রোগের প্রভাব পড়ছে। দুধ উৎপাদন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা।
লোকশান ঠেকাতে ভ্যাকসিন ও ঔষধের দাম কমানোসহ ক্ষতিগ্রস্থ্যদের প্রনোদনার আওতায় আনবেন সরকার এমনই প্রত্যাশা খামারিদের।