পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী
পটুয়াখালী প্রতিনিধি মোঃ খোকন হাওলাদার
দিন যত যাচ্ছে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হলেও উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সাধারন রোগীদের সাথে চিকিৎসা। তাই সেবার মান নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের মাঝে।
দিন যত গরাচ্ছে পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এ পযন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৬ জন রোগী। হসপিটালটিতে বর্তমানে ভর্তি রয়েছেন জন ৬৮ রোগী।
হাসপাতালগুলোতে গত ২৪ ঘন্টায় মোট ভর্তি হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১২০৩ জন। জেলার হসপিটাল গুলোতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯৪ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০৯ জন। তবে খুশির সংবাদ হলো জেলায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হলে ও এখন পযন্ত কোন মৃত্যু ঘটেনি। আর আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যাই বেশি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রথমে ২২ বেডের আলাদা ওয়ার্ড খোলা হয়েছিলো রোগী বৃদ্ধি পাওয়ার ফলে তা এখন বাড়িয়ে ৮০ বেড করা হলে ও রোগীর পরিসেবা দিতে হিমসিম খেতে হচ্ছে হসপিটালের ডাক্তারদের ।
আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই কে সচেতন হতে হবে বলে জানিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের তও্বাবধায়ক।
এব্যাপারে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম বলেন প্রানঘাতি এ রোগকে প্রতিরোধ করতে ও ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে সিভিল সার্জন ও পৌর মেয়র সহ সকল কে সর্তক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
তবে ডেঙ্গু প্রতিরোধে সবাই কে আরো সচেতন হতে হবে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার পাশাপাশি সকলের মাঝে আরো প্রচার প্রচারনা বৃদ্ধি করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা