আন্তর্জাতিক

সংসদে ফিরছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

মোহনা অনলাইন

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ আজ সোমবার বহাল করা হচ্ছে । গত শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে তাঁর শাস্তি স্থগিত করা হয়েছিল। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তার সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।

এর ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা, সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন রাহুল। যোগ দিতে পারবেন ওই সংক্রান্ত বিতর্কেও। তবে কংগ্রেস সূত্রে খবর তার আগে সোমবার দুপুর ১২টার মধ্যেই লোকসভায় আসবেন কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল।

মোদী সারনেম  মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাওয়ার পর, রাহুল গান্ধী এখন সংসদের সদস্যপদ ফিরে পাওয়ার দিকে সকলের নজর ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button