পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৫ বছরের জন্য সব ধরনের সরকারি দায়িত্ব গ্রহণে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ।
ফলে আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তোষাখানা মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
এদিকে ইমরান খান অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনীত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তোষাখানা মামলায় ৫ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে।
ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রুপি মূল্যমানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। তিনি বিদেশ সফরকালে বিদেশী মেজবানদের কাছ থেকে এসব উপহার পেয়েছিলেন।
ইমরান খানের আইনজীবীরা তার সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্টে এ আপিলের শুনানির কথা রয়েছে।



