এবার চারদিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক। আগামী শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।
দুই মার্কিন কংগ্রেস সদস্যের সফরের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তারা মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে সফরে দুই মার্কিন কংগ্রেস সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।



