সংবাদ সারাদেশ
অতি বৃষ্টির জলাবদ্ধতায় মাছ ধরতে নেমে তিন শিশুর মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :হারুন বিল্লা
কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিংগা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বুধবার (৯ আগস্ট) সন্ধা ৬ টার দিকে ওই তিন শিশু মাছ ধরতে নেমে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার (১০ শে আগস্ট) সকাল ৯ টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিংগা পাড়া এলাকার নুরুল আলমের দুই ছেলে মেয়ে মনি আলম (৮) ও তাহেরা বেগম (৭), একই এলাকার ছাবের আহমদের মেয়ে হুমাইরা (৬)।
স্থানীয়রা জানান, অতি বৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ায় হাটু পরিমাণ পানিতে আরো অনেকের সাথে টেলা জাল দিয়ে মাছ ধরতে যায় ওই তিন শিশু। সবাই বাড়ি ফিরলেও ওই তিন শিশু বাড়ি না ফেরায় সারারাত অনেক খুঁজাখুঁজি করেন তাদের পরিবারের লোকজন ও পাড়া পড়শীরা। আজ সকালে ওই তিন শিশুর মরদেহ পানির উপরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ৩ নাম্বার ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সদস্য শরিয়ত উল্লাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
ইউপি সদস্য শরিয়ত উল্লাহ আরো বলেন, স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ওই তিন শিশুর মরদেহ দাফন করা হয়েছে।



