ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ছয়জন আফগান নাগরিক নিহত হয়েছেন। নিহত ছয় আফগান পুরুষের বয়স ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে। খবর: বিবিসি’।
আটলান্টিক মহাসাগরের যে সরু জলরাশি দক্ষিণ ইংল্যান্ডকে উত্তর ফ্রান্স থেকে আলাদা করেছে তাকে মূলত ইংলিশ চ্যানেল নামে ডাকা হয়। প্রতিদিন ইংলিশ চ্যানেল দিয়ে বৈধভাবে ৬০০ ট্যাংকার ও ২০০ ফেরি পারাপার হয়। ফলে চ্যানেলটির ব্যস্ততা কম নয়।
শনিবার ভোরে উত্তর ফ্রান্সের কালাই অঞ্চলের নিকটবর্তী সমুদ্রে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ৫৯ জন ছিলেন এবং এদের বেশিরভাগই আফগানিস্তানের। কয়েকজন সুদানের রয়েছেন।
রাত ৪টা ২০ মিনিটে নৌকাটির জরুরি সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে। ফরাসি উদ্ধারকারীরা নৌকাডুবির ঘটনাস্থলে পৌঁছালে অনেককে লাইফবয় ধরে সমুদ্রে ভাসতে দেখেন। কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে সহযোগিকার আহ্বান জানাচ্ছিলেন।