নিখোঁজের এক সপ্তাহ পর জানা গেল স্বামীর হাতে খুন হয়েছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেত্রী সানা খান।সানাকে খুন করে লাশ ভাসিয়ে দিয়েছিলেন তার স্বামী অমিত সাহুকে।
পুলিশের দাবি গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করেছেন অমিত। জব্বলপুরের পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।
মহারাষ্ট্রে বিজেপির সংখ্যালঘু শাখার সভাপতি ছিলেন সানা। তিনি মধ্যপ্রদেশের জবলপুরে গিয়েছিলেন গত ১ আগস্ট। ব্যবসার সূত্রে অমিত সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। দু’দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু তিনি আর ফেরেননি।
ঘটনায় অভিযোগের তীর ছিল কুখ্যাত অপরাধী অমিতের দিকেই। তার সাথে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন সানা। তাই তার নিখোঁজ হওয়ার পিছনে হাত থাকতে পারে অমিতের, এমন আশঙ্কাও ছিল। পরে প্রকাশ্যে আসে, ওই অমিতই সানার স্বামী।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সানা-অমিতের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির মূলে রয়েছে টাকাপয়সা-সংক্রান্ত সমস্যা। আর সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন অমিত।
এখন পর্যন্ত সানার দেহ উদ্ধার করা যায়নি। সানার স্বামী-সহ আটক দুজনকে শনিবার মহারাষ্ট্রের আদালতে হাজির করার কথা রয়েছে। সৃত্র: এনডিটিভি, আনন্দবাজার