রাজশাহীসংবাদ সারাদেশ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : খাদ্য মন্ত্রী 

নওগাঁ প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান 

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ন , অবাধ এবং অংশগ্রহণমূলক করতে দেশের আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং একটি লেবেল প্লেইং নির্বাচন অনুষ্ঠিত করতে চান। এ ব্যপারে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী রবিবার দুপুরে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত সভায় আগস্ট ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
এসময় মন্ত্রী বলেন, জনগনই ক্ষমতার উৎস। তারাই ঠিক করবেন কোন দল ক্ষমতায় যাবে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ঘটলেও বাংলাদেশের অর্থনীতি ছিল অটুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূদর্শীতার কারনে আমাদের দেশে অর্থনীতির উপর তেমন কোন নেতিবাচক প্রভাব পড়েনি।
নওগাঁ শহরের যানজট নিরসন, অবকাঠামো নির্মান অইনের যথাযথ বাস্তবায়ন, স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার মান উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসন এবং পৌরসভা কর্ত্তূপক্ষকে বেশ কিছুপরামর্শ প্রদান করেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শহরের যানজট, চিকিৎসা ব্যবস্থা, শহরের অবকাঠামো নির্মানসহ বিভিন্ন বিয়য় নিয়ে আলোচনা অনুিষ্ঠত হয়।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল করিম, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনিসহ প্রমুখ বক্তব্য রাখেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button