রাজশাহীসংবাদ সারাদেশ
নাটোরে মাদক মামলায় সাংবাদিক সহ তিন যুবক কারাগারে
নাটোর প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
নাটোরের গুরুদাসপুরে মাদক মামলায় সাংবাদিক সহ তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। অভিযুক্তরা হলো, জেলার বড়াইগ্রাম উপজেলার ইকুরী গ্রামের রাব্বেল প্রামাণিকের ছেলে জিয়াউর রহমান, প্রয়াত আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান এবং গোলাম মোস্তফার ছেলে সোহানুর ইসলাম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মোনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চাঁচকৈড় ব্রীজের কাছে একটি রেজিষ্ট্রেশন বিহিন মোটরসাইকেলকে থামায় টহল পুলিশের একটি দল। এসময় তিন মাদকাসক্ত মোটরসাইকেল আরোহীর শরীর তল্লাসী করে তাদের কাছে পলিথিনে মোড়ানো ১৪গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের মাঝে জিয়াউর রহমান নিজেকে দৈনিক বাংলাদেশ সমাচারের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি এবং নাটোর জেলা পরিষদের সদস্য হুমায়রা জাহান রিয়ার ছোট ভাই বলে পরিচয় দেয়।
বুধবার সকালে থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করেন। এছাড়া অপর একটি অপহরণ মামলায় পাবনা সদরের বাসিন্দা পিন্টু শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।