ক্রান্তীয় ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শুরু করেছে হিলারি। এর আগে গতকাল রোববার এটি মেক্সিকোতে আঘান হানে। শুরুতে এটি ক্যাটাগরি-৪ এর শক্তিশালী হ্যারিকেন ছিল। তবে ক্যালিফোর্নিয়ায় আসার আগেই শক্তি হারিয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিলারির কারণে ক্যালিফোর্নিয়ার লাখ লাখ মানুষ বিপর্যয়কর বন্যার কবলে পড়তে পারে। ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন রাজ্যে আঘাত হানা এটি প্রথম ক্রান্তীয় ঝড়।
ইতিমধ্যে অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এ বৃষ্টিপাতের হার আরও বিপজ্জনক হবে বলে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।
হিলারি এখন পর্যন্ত মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস বয়ে এনেছে। ইতোমধ্যে অঞ্চলটিতে একজন নিহত হয়েছে।
গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম মৌসুমি ঝড় বলা হচ্ছে হিলারিকে। আবহাওয়াবিদেরা একে টাইফুন বা ঘূর্ণিঝড় বলতে নারাজ। এই মৌসুমি ঝড়ের আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।