সংবাদ সারাদেশ
মেহেরপুরের গাংনীতে বিজিবির হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া যুবক গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: ফারুক আহমেদ মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত থেকে হ্যান্ডকাপসহ বিজিবির কাছ থেকে পালিয়ে যাওয়া আশিক (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিজিবির হ্যান্ডকাপ। গ্রেফতারকৃত আশিক হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার ছলেমান ওরফে কটার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গেল শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে আশিককে আটক করে বিজিবি সহড়াতলা ক্যাম্পের সদস্যরা। হ্যান্ডকাপ লাগিয়ে তাকে মারধর করে বিজিবি সদস্যরা। মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করা হলেও তার কাছে ছিল না কোন মাদক। এ অবস্থায় মারধরের বিষয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ জানায় বিজিবির প্রতি। এসময় বিজিবি সদস্যদের সাথে স্থানীয়দের ধস্তাধস্তির এক পর্যায়ে হ্যান্ডকাপ নিয়েই পালিয়ে যায় আশিক। পরে বিজিবি সহড়াতলা ক্যাম্পের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা করা হয়। সরকারি কাজে বাধাদান ও সরকারি সম্পদ হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আশিকসহ আশেপাশের বেশ কয়েকজনের নামে মামলাটি দায়ের করে বিজিবি সদস্যরা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকেই আশিককে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গেল দুদিন ধরে পুলিশের একাধিক দল বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আশিকের অবস্থান শনাক্ত করে। রবিবার দিনগত গভীর রাতে তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরও জানান, আশিকের নামে ২০১৬ সালে মাদকের একটি মামলা রয়েছে। এর পরে সে বেশ কয়েক বছর প্রবাস যাপনের পর দেশে ফিরে আসে। জিজ্ঞাসাবাদে পুলিশকে সে এ তথ্য দিয়েছে। তবে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিজিবির দায়ের করা মামলায় তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।