রাজশাহীসংবাদ সারাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা
সিরাজগঞ্জ প্রতিনিধি: জুবায়েল হোসেন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলছড়ি নদীতে উদ্বোধন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহন করেন বাহারি নামের অন্তত ২৪টি নৌকা। সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা ও পানসি নৌকার বাইছ আর বাইছালদের দেশ্বাত্ববোধক গানে মুখরিত হয়ে ওঠে ফুলছড়ি নদীর চর সড়াতৈল অংশ। নৌকা প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশিদার হতে দুর দুরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ড. মযহারুল ইসলাম স্মৃতি স্মরনে সড়াতৈল গ্রাম আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আগামী শুক্রবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ।